ভারতের স্পিন সামলাতে ক্লার্কদের ওয়ার্ন শরণ

সেমি-ফাইনালে ভারতের স্পিনারদের সামলাতে শেন ওয়ার্নের শরণাপন্ন হয়েছে অস্ট্রেলিয়া। অনুশীলনে এসে বোলিং করে ক্লার্কদের প্রস্তুতি নিয়ে সাহায্যও করেছেন ওয়ার্ন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 02:59 PM
Updated : 25 March 2015, 03:00 PM

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বিশ্বকাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের চ্যাম্পিয়ন ভারত।

সেমি-ফাইনালের আগের দিন অস্ট্রেলিয়া দলের অনুশীলনে আসেন ওয়ার্ন। এই কিংবদন্তি স্পিনারের বলে ব্যাটিংও করতে দেখা যায় মাইকেল ক্লার্ককে।

টানা সাত জয়ে সেমি-ফাইনালে আসা ভারতের বোলাররা প্রতি ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করে এবং এতে দারুণ অবদান রাখেন স্পিনাররাও।

ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ১২টি ও রবিন্দ্র জাদেজা ৯টি উইকেট নিয়েছেন এ আসরে। সিডনিতে তাই প্রতিপক্ষের স্পিনারদের সামনে পরীক্ষায় পড়তে হতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের।

পাকিস্তানের বিপক্ষের কোয়ার্টার-ফাইনালের আগে স্টিভ ওয়াহর শরণাপন্ন হয়েছিল অস্ট্রেলিয়া দল। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের চাপ ওয়াহর দল কিভাবে সামাল দিয়েছিল, সে গল্প শুনে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন ক্লার্ক-ওয়াটসনরা।