ভারতের পেস বোলিংয়ে মুগ্ধ লি

হঠাৎ করে ভারতের পেস বোলারদের পরিণত বোলিংয়ে অনেকেই অবাক হয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি ভারতের এই পেস আক্রমণকে দেশটির সবচেয়ে ‘দ্রুততম’ বলে উল্লেখ করেন। আর পেস ত্রয়ীর মধ্যে মোহাম্মদ সামি সবচেয়ে ভালো বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 10:59 AM
Updated : 24 March 2015, 01:24 PM

উমেশ যাদব, মোহিত শর্মা আর সামির সমন্বয়ে গড়া ভারতের পেস আক্রমণ দলের পক্ষে এই বিশ্বকাপে ৪২ উইকেট নেয়। নিজেদের খেলা সাতটি ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করে দেশটি।
 
ভারতের পেস আক্রমণ এর আগে এত কার্যকরী খুব একটা দেখা যায়নি। লি ভারতের পেসারদের দেখে নিজের মুগ্ধতার কথা বলেন। 
 
“তারা (ভারতের পেসাররা) ঘণ্টায় ১৪৫ কিলোমিটার সীমায় আছে।”
 
ভারতের বোলাররা এমন বোলিং করতে পারলে যে কোনো ম্যাচই জয়ের সম্ভাবনা আছে বলে মনে করেন লি। 
 
“তারা যদি ঠিক জায়গায় বল ফেলতে পারে তাহলে উইকেট পাওয়া এবং জেতার ভালো সম্ভাবনা আছে।”
 
ভারতের এই তিন পেসারের মধ্যে সবচেয়ে ভালো করেছেন সামি। ৬ ম্যাচে ১৩.২৯ গড়ে ১৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সেরা বোলার তিনি। তাকে দেখে মুগ্ধ লি।
 
“মোহাম্মদ সামি এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি (ভারতের পক্ষে) উইকেট নিয়েছে। সে সত্যি অসাধারণ।”