ওয়াটসনদের শর্ট বলের দুর্বলতা নিয়ে চিন্তিত হিউস

প্রতিপক্ষের বোলাররা আরও বেশি করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের শর্ট বল দিতে পারেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিম হিউস। কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের বলে নাকাল হতে দেখে এমনটা মনে হচ্ছে তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 10:56 AM
Updated : 24 March 2015, 10:56 AM

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এ ম্যাচ সামনে রেখে পাকিস্তানের ওয়াহাব রিয়াজের দেওয়া একের পর এক শর্ট বলে শেন ওয়াটসনের নাকাল হওয়ার উদাহরণ টেনে উত্তরসূরিদের সতর্ক করে দেন হিউস।

এসইএন রেডিওকে হিউস জানান, ওয়াহাবের শর্ট বলে ওয়াটসনের টিকে থাকার লড়াইয়ের সময় তিনি চোখ সরাতে পারেননি। ওয়াটসনকে দেখে তার মনে হয়েছে তিনি যেন কিছু ভাবার শক্তি হারিয়ে ফেলেছেন।

অবশ্য উত্তরসূরি গ্লেন ম্যাক্সওয়েলের প্রশংসা করেন হিউস। অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক জানান, ব্যাট-বলে দুর্দান্ত ফর্মে আছেন ম্যাক্সওয়েল। মাঠগুলো এই ডানহাতি ব্যাটসম্যানের জন্য যথেষ্ট বড় নয়।

বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ভারত আর সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যে সেমি-ফাইনালটা উপভোগ্য হবে বলেও মনে করেন হিউস।