২৩ ছক্কায় বিশ্বরেকর্ড মানরোর 

২৩টি ছক্কা মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন কলিন মানরো। নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান রেকর্ডটি গড়তে ছাড়িয়েছেন বাংলাদেশের মুক্তার আলীকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 09:15 AM
Updated : 24 March 2015, 09:15 AM

নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মঙ্গলবার সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ১৬৭ বলে ২৮১ রান করার পথে ছক্কার রেকর্ডটি গড়েন মানরো, ১৭টি চারও মারেন তিনি। 
 
এই ঘরানার ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের ব্যাটসম্যান মুক্তার আলীর। গত বছর এপ্রিলে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের হয়ে ১৬টি ছক্কা মেরে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
 
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত ইনিংসে ছক্কার এই তালিকার তৃতীয় স্থানেও আছেন বাংলাদেশের ক্রিকেটার; গত বছর ফেব্রুয়ারিতে ১৩টি ছক্কা মেরে ওই সময়ের রেকর্ড গড়েছিলেন জিয়াউর রহমান।