ভারতের বিপক্ষে রানবন্যার ম্যাচ দেখছেন অস্ট্রেলিয়া কোচ

অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান মনে করেন, ভারতের বিপক্ষে সেমি-ফাইনালটি রানবন্যার এক ম্যাচই হবে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 06:53 AM
Updated : 24 March 2015, 01:24 PM

আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৯ উইকেটে ৩৭৬ রান করেছিল অস্ট্রেলিয়া। ৮ মার্চের ম্যাচটি ৬৪ রানে জেতে তারা।
 
সেমি-ফাইনালেও এমন রান হবে বলেই মনে করেন লেম্যান। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে লেখা একটি কলামে এমন ধারণা দেন তিনি।
 
“আমি মনে করি, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির মতো পিচই হবে সিডনিতে, যে ম্যাচটিতে প্রায় ৭০০ রান ওঠে। তাই আমি মনে করি, এটা আরেকটা হাই-স্কোরিং ম্যাচ হবে।”
 
শ্রীলঙ্কা তাদের কোয়ার্টার-ফাইনালের ম্যাচটিও এই ভেন্যুতেই খেলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ১৩৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।      
 
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঐতিহ্যগতভাবেই স্পিনাররা উইকেট থেকে সাহায্য পান। তবে অস্ট্রেলিয়ার পেসার জস হেইজেলউড বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচের উইকেট থেকে বোলাররা তেমন কিছুই পায়নি। 
 
এরই মধ্যে অস্ট্রেলিয়ার পেসাররা সবুজ উইকেট পাওয়ার আশার কথা জানিয়েছেন। 
 
এ পর্যন্ত ভারতের প্রত্যেকটি ম্যাচেই তাদের সমর্থকরা মাঠ মাতিয়েছেন। সিডনিতেও প্রচুর ভারতের সমর্থক থাকবে। লেম্যান তাই অস্ট্রেলিয়ার সমর্থকদেরও মাঠে আসার আহ্বান জানান। 
 
“আশা করি, এসসিজি সোনালি (জার্সিতে) ভরে যাবে, যেমনটা আমাদের অভিযান জুড়ে অস্ট্রেলিয়ার প্রত্যেকটি ভেন্যুতে হয়েছে।”