পেস ত্রয়ী আর সাকিবের প্রশংসা রায়নার

বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচের আগে সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন সুরেশ রায়না। মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন আর তাসকিন আহমেদ-এই পেস ত্রয়ীর কথাও বিশেষ করে বলেন ভারতের অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2015, 10:38 AM
Updated : 18 March 2015, 04:31 PM

বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত শেষ আটের ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে)। এই মাঠের বাউন্ডারি বড় এবং এখানকার উইকেটে স্লো বোলারদের জন্য ভালো কিছু থাকবে বলেই মনে করেন ক্রিকেট পণ্ডিতরা। বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো স্পিনারও আছে। তবে বুধবারের সংবাদ সম্মেলনে রায়না বলেন, বাংলাদেশের পেসাররাই এই বিশ্বকাপে ভালো করছে।

"না, তাদের স্লো বোলিং আক্রমণ নেই। তাদের ভালো ফাস্ট বোলার আছে।"

ফাস্ট বোলিং আক্রমণের কথা বলতে গিয়েই বাংলাদেশের পেস ত্রয়ীর প্রশংসা করেন রায়না।

"তাদের তিনজন ফাস্ট বোলার আছে। তাদের তাসকিন আছে। সে ভালো বল করেছে। তাদের রুবেল ও মাশরাফি আছে এবং তারা সবাই অভিজ্ঞ বোলার।"

মাশরাফি, রুবেল আর তাসকিন প্রসঙ্গ শেষ করেই সাকিবের কথা বলেন রায়না। আইপিএলে সাকিবকে ভালো বোলিং করতে দেখেছেন রায়না। সেই দেখা দেখেই বাংলাদেশের সেরা অলরাউন্ডারের প্রশংসা করেন তিনি।

"সে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা দশে (সাত নম্বরে) আছে।"

প্রতিপক্ষের কে কি করবে, এত কিছু না ভেবে রায়না চাইছেন তার দল নিজেদের খেলাটাই খেলে যাক।

"আপনি তাদের নিয়ে এবং তারা কী করেছে বা করেনি, এটা নিয়ে ভাবতে পারেন না। আমাদের তাই আগামীকাল (বৃহস্পতিবার) ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।"