পরিসংখ্যানে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ

জিম্বাবুয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে আছে আয়ারল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ খেলে চলেছে আইরিশরা; ৩ ম্যাচের দুটিতে জিতে শেষ আটে ওঠার জোর সম্ভাবনা ধরে রেখেছে দলটি।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 04:57 PM
Updated : 6 March 2015, 04:57 PM

হোবার্টে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। পুল ‘বি’-এর ম্যাচটির আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান।

* এই দুই দল এ পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে- যার একটিতে জেতে আয়ারল্যান্ড এবং তিনটি ম্যাচ জেতে জিম্বাবুয়ে, অন্যটি টাই হয়েছিল।

* হোবার্টে জিতলে এটা হবে এই টুর্নামেন্টে আয়ারল্যান্ডের তৃতীয় জয়। এক বিশ্বকাপে এর আগে কখনই এতগুলো ম্যাচ জেতেনি দলটি।

* ৫ হাজার রানের থেকে ১ রান দুরত্বে দাঁড়িয়ে এই ম্যাচে খেলতে নামবেন ব্রেন্ডন টেইলর; জিম্বাবুয়ের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছাবেন তিনি। দেশটির সাবেক তিন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার ও অ্যালিস্টার ক্যাম্পবেলের এই অর্জন আছে।

* জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে ১৬.৪ গড়ে ৭ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার জর্জ ডকরেল।

মুখোমুখি

 

আয়ারল্যান্ড

জিম্বাবুয়ে

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%

২০.০

৬০.০

বিশ্বকাপে মুখোমুখি

 

আয়ারল্যান্ড

জিম্বাবুয়ে

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%