ডি ভিলিয়ার্সে মুগ্ধ স্টেইন

কে বল করছেন, আর সেটা কত গতিতে আসছে বা কোন দিকে কতটা সুইং করছে; এটা কোনো বিষয়ই নয় এবি ডি ভিলিয়ার্সের কাছে। গত দুই মাস ধরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এতটাই ভালো ব্যাটিং করছেন যে, তার সতীর্থরাও দারুণ মুগ্ধ। পাকিস্তান ম্যাচের আগে ফাস্ট বোলার ডেল স্টেইন তেমন কথাই বললেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 12:53 PM
Updated : 6 March 2015, 01:43 PM

বিশ্বকাপে চার ম্যাচে ২৪১ রান করেন ডি ভিলিয়ার্স। এর মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস। অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবারের সংবাদ সম্মেলনে অতিমানবীয় এই ব্যাটসম্যানকে ম্যাট্রিক্স সিনেমার নায়ক নিওর সঙ্গে তুলনা করেন স্টেইন।
 
"সত্যি এটা ম্যাট্রিক্স সিনেমা দেখার মতো। আপনার জন্য সেখানে নিও আছে। (ডি ভিলিয়ার্স) নিজেও বোঝে না, সে কতটা ভালো।"
 
বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্রুততম অর্ধশতক ও শতকের রেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স। তাকে নিয়ে উচ্ছ্বসিত স্টেইন। 
 
"আমি মনে করি, সে এখন এটা (সে কত ভালো খেলোয়াড়) বুঝতে শুরু করেছে। তাকে আউট করার পথ বের করতে বোলাররা লড়াই করছে। তাকে আউট করার পথ একটাই, সে যখন নিজে আউট হবে।"
 
ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে যাদের বল করতে হচ্ছে, তাদের জন্য দু:খ হয় স্টেইনের। এরপর মজা করে বলেন, ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে তাকে বল করতে হলে অন্যরকম একটি পরিকল্পনা করতেন তিনি। 
 
"সে হোটেলের বাইরে যাওয়ার সময় সফরসঙ্গী হতাম…আশা করতাম তার গোড়ালির গাট যেন ভেঙে যায়।"
 
পাকিস্তানের বিপক্ষে শনিবার ডি ভিলিয়ার্সের ব্যাট একইরকম চওড়া থাকবে বলে আশা করছেন স্টেইন।