শ্রীলঙ্কা দলে করুনারত্নের বদলে প্রসন্নতে আইসিসির অনুমোদন

অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা দলে ঢুকলেন সিকুগে প্রসন্ন। চোটে পড়া দিমুথ করুনারত্নের এই লেগস্পিন অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি অনুমোদন করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 09:28 AM
Updated : 6 March 2015, 09:28 AM

বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ চোট পাওয়ায় গত মঙ্গলবারই প্রসন্নকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট।    
 
শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান সনাথ জয়াসুরিয়া গত বৃহস্পতিবার অনুশীলনে বাঁ-হাতের কনিষ্ঠা আঙুলে করুনারত্নের চোট পাওয়ার কথা জানান। 
 
আঙুলের হাড়ে চিড় ধরা করুনারত্নেকে দেশে ফেরত পাঠানোর কথা উল্লেখ করে জয়াসুরিয়া জানান, আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে এরই মধ্যে সিকুগেকে তার বিকল্প হিসেবে চেয়ে আবেদন করা হয়েছে। 
 
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় হেরাথ তার বাঁহাতের তর্জনীতে চোট পান। বাঁহাতি এই স্পিনারের আগামী রোববার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিয়ে সংশয় আছে।