ছক্কার রেকর্ডে হেইডেনের পাশে গেইল 

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের পাশে বসেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 08:25 AM
Updated : 6 March 2015, 08:25 AM

২০০৭ এর আসরে অস্ট্রেলিয়ার বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হেইডেন ১৮ ছক্কা হাকিয়ে রেকর্ড গড়েন।  
 
শুক্রবার পার্থের ওয়াকায় ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ম্যাচেই হেইডেনের রেকর্ডে ভাগ বসান গেইল। ভারতের বিপক্ষে ২১ রান করার পথে টুর্নামেন্টে নিজের ১৮তম ছক্কাটি হাকান বিস্ফোরক এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।   
 
আয়ারল্যান্ডের কাছে হারা ম্যাচে ৩৬ রান করার পথে নিজের প্রথম ছক্কাটি হাকান গেইল। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ফিরেন মাত্র ৪ রান করে। 
 
জিম্বাবুয়ের বিপক্ষে ছয়ের উৎসবে মেতে উঠেন গেইল। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করার পথে ১৬টি ছক্কা উপহার দেন তিনি। সেই ম্যাচে গেইল করেন ২১৫ রান।
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাত্র ৩ রান করেন গেইল। 
 
ভারতের বিপক্ষে ম্যাচে ছক্কা হাকানোর আগে দুইবার জীবন পান তিনি। শেষ পর্যন্ত উমেশ যাদবের বলে মিডউইকেট দিয়ে বিশাল ছক্কা হাকিয়ে হেইডেনের পাশে বসেন তিনি।