বোলারদের দাপটে ভারতের জয়

বোলারদের দাপটে টানা চতুর্থ জয় পেয়েছে ভারত। ছোট সংগ্রহ নিয়েও দারুণ লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে শিরোপাধারীদের ৪ উইকেটের জয় ঠেকাতে পারেনি তারা। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 06:23 AM
Updated : 6 March 2015, 05:37 PM

এই জয়ে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হল ভারতের।

৮৫ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া ওয়েস্ট ইন্ডিজকে টেনে তুলতে প্রাণপণ লড়েন অধিনায়ক জ্যাসন হোল্ডার। তাতে খুব একটা কাজ হয়নি, মোহাম্মদ সামিদের দারুণ বোলিংয়ে ৪৪.২ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময় চাপে পড়েছিল ভারত। তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দৃঢ়তা ভরা ব্যাটিংয়ে ৩৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 

শুক্রবার পার্থের ওয়াকায় ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। জেরোম টেইলরের বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।

২০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো ভারত প্রতিরোধ গড়ে বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের ব্যাটে। ৪৩ রানের জুটি ভেঙে কোহলির বিদায়ে আবার অস্বস্তিতে পড়ে শিরোপাধারীরা। 

উইকেটে থিতু হয়ে রাহানে, সুরেশ রায়না ও রবিন্দ্র জাদেজার বিদায়ে বিপদ আরো বাড়ে ভারতের। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জাদেজা ফিরে যাওয়ার সময় ভারতের প্রয়োজন ছিল আরো ৪৯ রান। 

রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন ধোনি। চার হাকিয়ে দলকে জয় এনে দেয়া ধোনি অপরাজিত থাকেন ৪৫ রানে। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। চোট কাটিয়ে ফেরা সামির দারুণ বোলিংয়ে ৩৫ রানেই চার উইকেট হারিয়ে ফেলে তারা। 

দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ ও ক্রিস গেইলকে ফেরান ম্যাচ সেরা সামি। দুই বার জীবন পাওয়া গেইলের ভুলেই রান আউট হয়ে যান মারলন স্যামুয়েলস।

৩৫ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার সামি হাঁটুর চোটের কারণে খেলেননি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 

মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়ে যান দিনেশ রামদিন। মোহিত শর্মার বলে বোল্ড হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারাবাহিকতা বজায় থাকে এরপরেও। ৫০ রান যোগ করতে আরো তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি লেন্ডল সিমন্স ও আন্দ্রে রাসেল। উইকেটে থিতু হয়ে ফিরেন জোনাথন কার্টার। 

৮৫ রানে ৭ উইকেট হারানো দলকে দুইশ’ রানের কাছাকাছি পৌঁছায় হোল্ডারের দৃঢ়তায়। অষ্টম উইকেটে ড্যারেন স্যামির সঙ্গে ৩৯ ও নবম উইকেটে টেইলরের সঙ্গে ৫১ রানের দুটি জুটি উপহার দেন হোল্ডার।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৫৭ রান করেন হোল্ডার। তার ৬৪ বলের ইনিংসটি ৪টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

সংক্ষিপ্ত স্কোর:


ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.২ ওভারে ১৮২ (স্মিথ ৬, গেইল ২১, স্যামুয়েলস ২, কার্টার ২১, রামদিন ০, সিমন্স ৯, স্যামি ২১, রাসেল ৮, হোল্ডার ৫৭, টেইলর ১১, রোচ ০*; সামি ৩/৩৫, জাদেজা ২/২৭, উমেশ ২/৪২, মোহিত ১/৩৫, অশ্বিন ১/৩৮)

ভারত: ৩৯.১ ওভারে ১৮৫/৬ (রোহিত ৭, ধাওয়ান ৯, কোহলি ৩৩, রাহানে ১৪, রাহানে ২২, ধোনি ৪৫*, জাদেজা ১৩, অশ্বিন ১৬*, টেইলর ২/৩৩, রাসেল ২/৪৩, স্মিথ ১/২২, রোচ ১/৪৪)

ম্যাচ সেরা: মোহাম্মদ সামি।