খুলনা-ঢাকা মেট্রো লড়াই অমীমাংসিত

জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যে হওয়া ষষ্ঠ রাউন্ডের ম্যাচটি ড্র হয়েছে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 04:31 PM
Updated : 5 March 2015, 04:31 PM

চতুর্থ দিনে খুলনা ৮ উইকেটে ৩৩১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এরপরই দুই দলের অধিনায়ক ড্র মেনে নেয়। ওই সময় ৪০৬ রানে এগিয়ে ছিল খুলনা।  
 
সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার বিনা উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নেমে তুষার ইমরান, নুরুল হাসান ও আবু বাকের সিদ্দিকীর অর্ধশতকে খুলনা আরও ৩০৫ রান যোগ করে। 
 
ইমরান ৭১, আবু বাকের ৫৭ ও নুরুল অপরাজিত ৬২ রান করেন। 
 
ঢাকা মেট্রোর পক্ষে শামসুর রহমান ৬৯ রানে ৫ উইকেট নেন। 
 
প্রথম ইনিংসে খুলনার ৪১৬ রানের জবাবে ৩৪১ রান করেছিল ঢাকা মেট্রো।  
 
প্রথম ইনিংসে ১৪০ রান করা খুলনার মেহেদী সেরা খেলোয়াড় হন।
 
প্রথম ইনিংসে ১৪০ রান করা খুলনার মেহেদী সেরা খেলোয়াড় হন।