রাজশাহীর দারুণ জয়

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে দারুণ এক জয় পেয়েছে রাজশাহী বিভাগ। বরিশালের দেয়া ৩৫৩ রানের লক্ষ্যে ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় রাজশাহী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 04:17 PM
Updated : 5 March 2015, 04:17 PM

সাভারে বিকেএসপির দুই নম্বর মাঠে বৃহস্পতিবার ৭ উইকেটে ৩৩৮ রান নিয়ে খেলতে নামা বরিশাল বাকি ৩ উইকেট হারিয়ে আরও ২৬ রান যোগ করে। ফলে প্রথম ইনিংসে ১২ রানে পিছিয়ে থাকা বরিশাল দুই ইনিংস মিলে ৩৫২ রানের লিড পায়।    
 
আগের দিন ৩ উইকেট পাওয়া রাজশাহীর সানজামুল ইসলাম এ দিন আরও ২টি উইকেট নেন। 
 
বড় লক্ষ্যে খেলতে নেমে ৩৩ রানে প্রথম এবং ৭৬ রানে দ্বিতীয় উইকেট হারায় রাজশাহী। তবে ৮০ রান করে জয়ের স্বপ্ন টিকিয়ে রাখেন মাইশুকুর রহমান। পরে তারেক খানের ৭৭ রানের সুবাদে লক্ষ্যের আরেকটু কাছে পৌঁছায় দলটি।
 
আর সাত নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক ফরহাদ রেজা দ্রুত ৫০ রান তুলে জয় নিশ্চিত করেন। ৩২ বলের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।
 
দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৩ উইকেট নিয়ে বরিশালের সফলতম বোলার কামরুল ইসলাম। 
 
প্রথম ইনিংসে বরিশালের ২৩৫ রানের জবাবে রাজশাহী ২৪৭ রান করেছিল।