এনামুলের চোটে অস্ট্রেলিয়া যাচ্ছেন ইমরুল

উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক চোট পাওয়ায় অস্ট্রেলিয়ায় তার বিকল্প হিসেবে পাঠানো হচ্ছে ইমরুল কায়েসকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 11:54 AM
Updated : 5 March 2015, 12:14 PM

বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জেতা ম্যাচে চোট পান এনামুল। ম্যাচ শেষে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, তার ডান কাঁধের হাড় সরে গিয়েছে।

নিউ জিল্যান্ডে বাংলাদেশের ম্যাচ চলার সময় বিকেএসপিতে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে খুলনা বিভাগের হয়ে খেলছিলেন ইমরুল। সাংবাদিকদের তিনি জানান, দুপুরের দিকে প্রধান নির্বাচক ফারুক আহমেদ ফোন করে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা জানান।

চার বছর আগের বিশ্বকাপে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ইমরুল এবারের আসরে উপেক্ষিতই ছিলেন।

২০১১ সালের আসরে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি জয়ে দারুণ ভূমিকা রেখে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেরার পুরস্কার জেতেন ইমরুল।

বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ইমরুলের দেশ ছাড়ার কথা রয়েছে।

আগামী সোমবার অ্যাডিলেইডে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

স্কটল্যান্ড ইনিংসের ৩১তম ওভারে সীমানায় কাছে ঝাঁপিয়ে একটি বল ঠেকানোর পরপরই কাঁধ চেপে ব্যথায় ককিয়ে ওঠেন এনামুল। স্ক্যান করাতে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, অ্যাডিলেইডে চিকিৎসকরা আবার এনামুলকে দেখবেন। এখনো অনেক সময় রয়েছে, এখনই চোট নিয়ে কিছু বলা কঠিন।

হাসপাতাল থেকে পরে মাঠে ফেরেন এনামুল। সতীর্থদের সঙ্গে বসে দলের ৬ উইকেটের জয় দেখেন তিনি।