কাঁধের হাড় সরে গেছে এনামুলের

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন উজ্জ্বল করলেও বড় একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ফিল্ডিং করতে গিয়ে উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হকের ডান কাঁধের হাড় সরে গেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 09:21 AM
Updated : 5 March 2015, 11:31 AM

চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জেতা ম্যাচে ব্যাটিং করতে নামতে পারেননি এনামুল।

বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ড ইনিংসের ৩১তম ওভারে চোট পান এনামুল। সীমানায় ঝাঁপিয়ে একটি বল ঠেকানোর পরপরই কাঁধ চেপে ব্যথায় ককিয়ে ওঠেন তিনি। স্ক্যান করাতে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

ম্যাচ শেষে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, নেলসনে স্থানীয় বিশেষজ্ঞরা এনামুলকে দেখেছেন। তার ডান কাঁধের হাড় সরে গিয়েছে।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, অ্যাডিলেইডে চিকিৎসকরা আবার এনামুলকে দেখবেন। এখনো অনেক সময় রয়েছে, এখনই চোট নিয়ে কিছু বলা কঠিন।

হাসপাতাল থেকে পরে মাঠে ফেরেন এনামুল। সতীর্থদের সঙ্গে বসেই দলের ৬ উইকেটের জয় দেখেন তিনি।

অ্যাডিলেডে আগামী সোমবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।