ফলোঅন এড়াতে লড়ছে চট্টগ্রাম

সিলেটে বিভাগের বিপক্ষে ফলোঅন এড়াতে লড়ছে চট্টগ্রাম বিভাগ। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ছয় উইকেটে ১৫৭ রান করেছে চট্টগ্রাম। ফলোঅন এড়াতেই আরো ২০১ রান দরকার তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 02:48 PM
Updated : 4 March 2015, 02:48 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার আগের দিনের ৪৫/১ স্কোর নিয়ে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। ১৫৭/৬ স্কোর নিয়ে দিন শেষ করে ফয়সাল হোসেন ১৮ ও ইফতেখার সজিব ৮ রানে অপরাজিত আছেন।

জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে সিলেট বিভাগের চেয়ে প্রথম ইনিংসে ৩৫০ রানে পিছিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাফিস ইকবাল (১৬) ও আবদুল্লাহ আল মামুনের (২৫) হাত ধরে তৃতীয় দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। কোনো রান যোগ করাই আগেই আউট হন মামুন। আর ১৬ রানের ইনিংসকে ২৭ পর্যন্ত টেনে নিয়ে আবু জায়েদের বলে আনোয়ার আকবরকে ক্যাচ দেন নাফিস।

সিলেট বিভাগের সাদিকুর রহমান ৩টি, আবুল হাসান, নাবিল সামাদ ও জায়েদ একটি করে উইকেট নেন।

বৃষ্টির কারণে দুপুর দুইটায় দিনের খেলা শুরু করেন আম্পায়াররা।

প্রথম ইনিংসে অলক কাপালীর দ্বিশতক আর রাজিন সালেহর শতকে ৫০৭ রান তোলে সিলেট বিভাগ।