ড্রয়ের পথে ঢাকা-রংপুর ম্যাচ

তৃতীয় দিনের খেলা শেষে রংপুর বিভাগের বিপক্ষে ৯২ রানের লিড নিয়েছে ঢাকা বিভাগ। তবে শেষ দিনে চরম নাটকীয় কিছু না ঘটলে জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডে দুই দলের ম্যাচটি ড্র হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 02:40 PM
Updated : 4 March 2015, 02:40 PM

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বুধবার ১০৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে রংপুর। ৩০৬ রান তুলে অলআউট হয় তারা।

৪টি করে উইকেট নেয়া শাহাদাত হোসেন ও মোহাম্মদ শরিফের বোলিং তোপের মধ্যে রংপুরের ধীমান ঘোষ সর্বোচ্চ ৮১ রান করেন।

২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ঢাকা ২ উইকেটে ৬৩ রান তুলেছে।  আলোক সল্পতায় এ দিনের খেলা আগে শেষ হয়। জনি তালুকদার ২১ ও রকিবুল হাসান ২  রানে ব্যাট করছেন।

রংপুরের শুভাশীষ রায় ও আরিফুল হক একটি করে উইকেট নেন।