'স্বপ্ন পূরণে বাংলাদেশই শেষ সুযোগ স্কটল্যান্ডের'

বিশ্বকাপে একটা জয়ের স্বপ্ন স্কটল্যান্ডের অনেক দিনের। আফগানিস্তানের বিপক্ষে সেই স্বপ্ন পূরণ হতে হতেও হয়নি। তবে হাল ছাড়েনি দেশটি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকেই এই বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণের শেষ সুযোগ বলে মনে করছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 11:57 AM
Updated : 4 March 2015, 12:19 PM
বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের নেলসনে স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। এই ম্যাচের আগে স্কটল্যান্ডের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন সে দেশের দ্য নাশনাল পত্রিকায় নিজেদের লক্ষ্যের কথা বলেন। বাংলাদেশকে শেষ সুযোগ মনে করার কারণটাও উল্লেখ করেন তিনি।

“আমরা জানি, আমরা এরপর যাদের বিপক্ষে খেলব; এর মধ্যে বাংলাদেশই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নীচের দল।”

নেলসনে বাংলাদেশ ম্যাচের পর শ্রীলঙ্কা আর টুর্নামেন্টের 'ফেভারিট' অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।