বাংলাদেশ ম্যাচে সুযোগ হারাতে চায় না স্কটল্যান্ড

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একটুর জন্য জয় পায়নি স্কটল্যান্ড। বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় চায় সহযোগী দেশটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 10:10 AM
Updated : 4 March 2015, 10:52 AM

স্কটল্যান্ডের অধিনায়ক প্রেস্টন মমসেন জানান, আফগানিস্তানের কাছে ১ উইকেটে হারের ধাক্কা সামলে বাংলাদেশের পরীক্ষা নিতে তারা প্রস্তুত।

বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা স্কটল্যান্ডের এই দলটির খুব একটা নেই। মমসেন বলেন, “বাংলাদেশের বিপক্ষে আমরা বেশি ম্যাচ খেলিনি। নেদারল্যান্ডসে ওদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলাম।”

সেই ম্যাচে বাংলাদেশকে ৩৪ রানে হারিয়েছিল স্কটল্যান্ড। টি-টোয়েন্টির জয় ওয়ানডেতেও ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছে তাদের।

“ওরা এই ম্যাচ জেতার আশা করবে। ওরা এই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিতে চাইবে। টেস্ট খেলুড়ে একটি দেশের বিপক্ষে খেলার আর ওদের হারানোর এটা দারুণ সুযোগ।”

বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন এখন স্কটল্যান্ড দলের পরামর্শক। তার কাছ থেকে দল সম্পর্কে ধারণা নিচ্ছেন জানিয়ে মমসেন বলেন, “শেন বাংলাদেশের খেলোয়াড়দের খুব ভালো ভাবে জানে। সে বাংলাদেশ দল সম্পর্কে ভালো ধারণা দিয়েছে। আশা করি, কাল এটা আমাদের বড় শক্তি হবে।”

স্যাক্সটন ওভালেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল আয়ারল্যান্ড। এই জয় থেকেও অনুপ্রেরণা খুঁজছে স্কটল্যান্ড।