বাংলাদেশ ম্যাচের আগে ভয়-তত্ত্ব উড়িয়ে দিলেন ব্রড

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে একটু নড়বড়ে অবস্থাতেই আছে ইংল্যান্ড। চারদিকের সমালোচনার ভীড়ে এমন কথাও উঠেছে, এই বিশ্বকাপে ভয় নিয়ে খেলছে তারা। তবে দেশটির পেসার স্টুয়ার্ট ব্রড তা মানছেন না। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি জিতে শেষ আটে খেলার ব্যাপারে প্রত্যয়ী তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 08:39 AM
Updated : 4 March 2015, 11:01 AM

বিশ্বকাপের নিজেদের প্রথম দুই ম্যাচে দুই আয়োজক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের কাছে হারে ইংল্যান্ড। তবে স্কটল্যান্ডের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আবার হারার পর অনেকেই অনেক কথা বলছেন ইংল্যান্ডকে নিয়ে।

কেউ কেউ ইংল্যান্ডের শেষ আটে ওঠা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো বলে দেন, মনের মধ্যে ভয় নিয়ে খেলছে তারা।

মঙ্গলবার ব্রড বিবিসিকে বলেন, "আমরা ভয় নিয়ে খেলছি বলে মনে করি না আমি। আমরা শুধু যেভাবে চেয়েছিলাম, সেভাবে জ্বলে উঠতে পারিনি।"

অস্ট্রেলিয়ার কাছে এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১১১ রানে হেরেছিল ইংল্যান্ড। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে ১২৩ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হারে তারা। আর শ্রীলঙ্কার বিপক্ষে ৩১০ রান করেও ৯ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এদিকে ইংল্যান্ডকে হারিয়ে নকআউটে খেলার প্রত্যয় আছে বাংলাদেশেরও। এই ম্যাচটি নিয়েও অনেকে অনেক কথা বলছেন। নড়বড়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে শেষ আটে বাংলাদেশও যেতে পারে বলে মনে করেন অনেকে।  

ইংল্যান্ডের খেলা চার ম্যাচে মাত্র দুটি উইকেট পাওয়া ব্রড অবশ্য সব বাধা পেরিয়ে কোয়ার্টার-ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী।

"আমাদের দুটি জয় প্রয়োজন এবং বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠব আমরা।"

অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি হবে আগামী সোমবার।