আট হাজার রানের মাইলফলকে আফ্রিদি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২১ রানের অপরাজিত ইনিংসে দারুণ এক মাইলফলকে পা রেখেছেন শহিদ আফ্রিদি। দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 08:25 AM
Updated : 4 March 2015, 08:25 AM

ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে বুধবার আরব আমিরাতের বিপক্ষে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে সাত বলে ২১ রান তোলেন আফ্রিদি। পাকিস্তানের এই মারকুটে ব্যাটসম্যানের ইনিংসটিতে ছিল একটি চার ও দুটি ছক্কা।

৩৯৫ ওয়ানডেতে আফ্রিদির বর্তমান রান ৮ হাজার ১৯। ক্রিকেটের এই সংস্করণে ছয়টি শতক ও ৩৯টি অর্ধশতক আছে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের।

ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রানের মালিক ইনজামামুল হক। ৩৭৫ ওয়ানডেতে এই সাবেক অধিনায়কের রান ১১ হাজার ৭০১। এ তালিকায় আফ্রিদির ওপরে আছেন মোহাম্মদ ইউসুফ (৯ হাজার ৫৫৪) ও সাইদ আনোয়ার (৮ হাজার ৮২৪)।

১৯৯৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় আফ্রিদির। অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া পাকিস্তানের এই তারকা ক্রিকেটার নিজের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে শতক করেছিলেন।