বাংলাদেশের শেষ ১০ ওভারে ঝড় তুলতে চায় স্কটল্যান্ড

বিশ্বকাপের এবারের আসরে ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার একটা চেষ্টা দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে। বাংলাদেশের বিপক্ষেও একই ভাবে খেলতে চায় স্কটল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 07:57 AM
Updated : 4 March 2015, 07:57 AM

বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। তার আগের দিন দলের অধিনায়ক প্রেস্টন মমসেন জানান, বাংলাদেশের বিপক্ষে শেষ দিকে দ্রুত রান তিনি।

“আমাদের জুটি গড়তে হবে। আর শেষ ১০/১৫ ওভারে হাতে উইকেট থাকতে হবে।”

স্কটল্যান্ডের অধিনায়ক জানান, মাঝের ওভারগুলোও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময়েও রানের চাকা সচল দেখতে চান তিনি।

“৪০তম ওভারে যথেষ্ট উইকেট নিয়ে যাওয়া সম্ভব হলে, ওদের ডেথ বোলিংয়ের কিছু দুবর্লতা বের করতে পারবো। এইভাবে ভালো ক্রিকেট খেলে, ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পারব বলে আশা করছি।”

শ্রীলঙ্কার কাছে ৯২ রানে হারা ম্যাচে শেষ ১০ ওভারে ১০৮ রান দেয় বাংলাদেশের বোলাররা। শুরুতে ভালো বল করলেও তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার তাণ্ডব থামাতে পারেননি মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেনরা।