বিশ্বমানের সাকিবে মাশরাফির ভরসা

স্কটল্যান্ডের বিপক্ষে ভালো শুরুর জন্য পেসারদের ওপর নির্ভর করবেন মাশরাফি বিন মুর্তজা। তবে স্পিনারদের ভূমিকাকেও ছোট করে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। স্পিনে সাফল্য পেতেও সাকিব আল হাসানদের ওপর ভরসা রাখছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 05:43 AM
Updated : 4 March 2015, 07:13 AM

বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সমস্যা হবে না তাদের।

স্যাক্সটন ওভালে স্পিনারদের জন্য সহায়তা আছে কী নেই তা নিয়ে মোটেও ভাবছেন না মাশরাফি। তার দৃঢ় বিশ্বাস, যে কোনো উইকেটে ভালো বল করার সামর্থ্য বাংলাদেশের স্পিনারদের রয়েছে।

“আমি মনে করি, (ভালো বল করার জন্য) উইকেট কোনো ব্যাপার না। কে স্পিন বা পেস কেমন খেলে তার ওপর এটা অনেকটা নির্ভর করবে।”

বাংলাদেশের স্পিন আক্রমণের মূল অস্ত্র সাকিব। সহ-অধিনায়কের ওপর আস্থার কথা জানিয়ে মাশরাফি বলেন, “সাকিব একজন বিশ্বমানের স্পিনার। সুযোগ পেলে তার সঙ্গে যে বা যারাই খেলুক, আমার মনে হয় তারা ভালো করবে।”

আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ব্যাটসম্যান নিয়ে খেলে বাংলাদেশ। বোলিং আক্রমণে তিন পেসারের সঙ্গে ছিলেন সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ।

বিশ্বকাপে এখনও অভিষেকের অপেক্ষায় আছেন দুই বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলাম।