ধীমান-আরিফুলে সিলেটের প্রতিরোধ

ধীমান ঘোষ ও আরিফুল হকের শেষ বিকেলের প্রতিরোধে ভালোভাবে দ্বিতীয় দিন পার করেছে রংপুর বিভাগ। তবে প্রথম ইনিংসের হিসেবে ঢাকা বিভাগের চেয়ে ১০৪ রানে পিছিয়ে আছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 04:44 PM
Updated : 3 March 2015, 04:44 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২৩১ রান তুলেছে রংপুর। 
 
এক পর্যায়ে ১২৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় রংপুর। এরপর দলের হাল ধরেন ধীমান ও আরিফুল। ষষ্ঠ উইকেট জুটিতে ১০৪ রান তুলে অবিচ্ছিন্ন আছেন দুজনে।
 
১০৭ বলে ৬৭ রান তুলে অপরাজিত আছেন ধীমান। রংপুরের অপর অপরাজিত ব্যাটসম্যান আরিফুল; ১০৬ বলে ৫১ রান তোলেন তিনি।
 
ঢাকার শাহাদাত হোসেন ২টি, শরিফ, দেওয়ান সাব্বির ও মোশাররফ হোসেন একটি করে উইকেট নেন।
 
২৯৪/৬ স্কোর নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা বিভাগ। ১০৩.২ ওভারে প্রথম ইনিংসে ৩৩৫ রান তোলে তারা।
 
প্রথম দিনে ১১৫ রানে অপরাজিত থাকা রকিবুল হাসান শুভাশীষ রায়ের বলে ধীমানকে ক্যাচ দেয়ার আগে আরো ১৫ রান তোলেন। রকিবুলের ১৩০ রানের ইনিংসটি ১৩টি চার ও দুই ছক্কায় সাজানো।
 
রংপুরের শুভাশীষ ৪টি, সেহরাওয়ার্দী শুভ ও সাজেদুল ইসলাম ২টি করে উইকেট নেন।