পরিসংখ্যানে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচ

এর আগে আফগানিস্তানের বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে সহজ জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা যুদ্ধবিদ্ধস্ত দেশটি অভিষেক আসরেই অঘটনের স্বপ্ন দেখছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 04:30 PM
Updated : 3 March 2015, 04:30 PM

পার্থের ওয়াকায় বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে দল দুটি।

এই ম্যাচের আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান।  

* আফগানিস্তানের বিপক্ষে এর আগে একবারই মাত্র খেলেছে অস্ট্রেলিয়া। ২০১২ সালের ওই ম্যাচে ৬৬ রানে জিতেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেটা ছিল টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে খেলা আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডে। 

* অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ওয়ানডেতে অনেক দিন ধরে ফর্মে নেই। গত বছরের শুরু থেকে ১১ ইনিংসে মাত্র একবারই অর্ধশতক করেছেন তিনি, ২০১৪ সালে তার রানের গড় ২৩.৬। আর ২০১৫ সালে তার রানের গড় ২০। এই অলরাউন্ডারের ১৪ বছরের ক্যারিয়ারে এই দুটি গড়ই সবচেয়ে কম। 

* অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্ট্যার্ক এবারের বিশ্বকাপে শতকরা হিসেবে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ডট বল দিয়েছেন (৭০.৪%); তার ১০৮ বল-এর ৭৬টিতে কোনো রান হয়নি।   

* ওয়ানডেতে কমপক্ষে ৫০ উইকেট পাওয়া বোলারদের মধ্যে স্ট্যার্কের স্ট্রাইক রেট সবচেয়ে কম (২৪.১)। আর আফগান পেসার হামিদ হাসানের স্ট্রাইক রেট তৃতীয় সর্বনিম্ন (২৫.৯)। 

মুখোমুখি

 

অস্ট্রেলিয়া

আফগানিস্তান

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%

১০০.০