স্কটিশদের জার্গেনসেন-সুবিধা উড়িয়ে দিলেন সাকিব

বাংলাদেশকে বধ করতে মাশরাফি বিন মুর্তজাদের সাবেক কোচ শেন জার্গেনসেনকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে স্কটল্যান্ড। তবে স্কটিশদের এই জার্গেনসেন-সুবিধার বিষয়টি উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 04:06 PM
Updated : 4 March 2015, 03:41 AM

নিউ জিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় চায় স্কটল্যান্ড। আর এর জন্য তারা যে কতটা মরিয়া, সেটা বোঝা যায় জার্গেনসেনকে নিয়োগ দেওয়াতেই।

মঙ্গলবার স্কটল্যান্ডের অধিনায়ক প্রেস্টন মমসেনও জার্গেনসেনকে পেয়ে সন্তুষ্টির কথা জানালেন।

"বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজনকে পাওয়া সত্যিই দারুণ। নিশ্চিতভাবেই তিনি আমাদের খেলোয়াড়দের (বাংলাদেশের) বিষয়ে ভালো কিছু তথ্য দেবেন।"

সাকিব অবশ্য এটা মোটেই পাত্তা দিচ্ছেন না। মঙ্গলবার বিষয়টিকে একপ্রকার উড়িয়েই দেন তিনি।

"এই দিনে ক্রিকেটে সবাই এখন সবাইকে চেনে। বেশিরভাগ ম্যাচই টিভিতে দেখায়, তাই সবাই বিশ্লেষণ করে। প্রত্যেক খেলোয়াড় সম্পর্কেই প্রত্যেক দলের পরিষ্কার ধারণা আছে।"

প্রতিপক্ষ দলকে বিশ্লেষণ করে পরিকল্পনা সাজানোর বিষয়টি উড়িয়ে দিয়ে সাকিব বলেন মাঠের খেলাটাই আসল ব্যাপার।

"পরিকল্পনাই যদি সব হতো, মানুষ তবে শুধু পরিকল্পনা সাজাত। মাঠে কি হয়, সেটাই গুরুত্বপূর্ণ।"