কাপালির দ্বিশতকে রান পাহাড়ে সিলেট

অলক কাপালির দ্বিশতক আর রাজিন সালেহর শতকে প্রথম ইনিংসে রানের পাহাড়ে উঠেছে সিলেট বিভাগ। দ্বিতীয় দিনের খেলা শেষে চট্টগ্রাম বিভাগের চেয়ে এখনো ৪৬২ রানে এগিয়ে আছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 03:55 PM
Updated : 3 March 2015, 03:55 PM

নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার নিজেদের প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে ৪৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে চট্টগ্রাম। উইকেট দুই অপরাজিত ব্যাটসম্যান নাফিস ইকবাল (১৬) ও আবদুল্লাহ আল মামুন (২৫)।

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মঙ্গলবার আগের দিনের ২১৪/৩ স্কোর নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট।

৭২ রান নিয়ে খেলতে নামা রাজিন শতক করার পর ইউনুসের বলে তাসামুল হককে ক্যাচ দেন। রাজিনের ১১১ রানের ইনিংসটি ১০ চার ও দুটি ছক্কায় সাজানো।

কাপালি দ্বিতীয় দিন শুরু করেন ৪৩ রান নিয়ে। প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে দ্বিশতকের ইনিংস দিয়ে অপরাজিত থাকেন তিনি।

৩৪৬ বলে ২১১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কাপালি। তার ইনিংসটি ১৮টি চার ও তিনটি ছক্কায় সাজানো।

চট্টগ্রামের ইউনুস সর্বোচ্চ তিন উইকেট নেন। ইফতেখার সাজ্জাদ রনি ও মোহাম্মদ মনিরুজ্জামান দুটি করে উইকেট নেন।