সোহাগের ঘূর্ণিতে বড় ইনিংস গড়তে পারেনি রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগে বরিশাল ও রাজশাহী বিভাগের ম্যাচের দ্বিতীয় দিনও বোলারদের দাপটে শেষ হয়েছে। সোহাগ গাজীর বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ১২ রানের বেশি লিড নিতে পারেনি রাজশাহী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 02:17 PM
Updated : 3 March 2015, 02:17 PM

প্রথম ইনিংসে বরিশালের ২৩৫ রানের জবাবে ২৪৭ রানে অলআউট হয় রাজশাহী। ১০৬ রান দিয়ে ৫ উইকেট নেন অফস্পিনার সোহাগ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৫৯ রান করেছে বরিশাল। ৪৭ রানে এগিয়ে আছে দলটি। ফজলে রাব্বি ১৮ ও নাসুম আহমেদ ১ রানে ব্যাট করছেন।

সাভারে বিকেএসপির ২ নম্বর মাঠে মঙ্গলবার ১ উইকেটে ৩২ রান নিয়ে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আড়াইশর নিচেই গুটিয়ে যায় রাজশাহী।

তারেক খান ৬৫ রানে অপরাজিত ছিলেন। জুনায়েদ সিদ্দিকী করেন ৫৮ রান।