খুলনার বড় ইনিংসের জবাবে লড়ছে ঢাকা মেট্রো

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে ৪১৬ রানের বড় সংগ্রহ গড়েছে খুলনা বিভাগ। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৮৬ রান করেছে ঢাকা মেট্রো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 12:09 PM
Updated : 3 March 2015, 12:09 PM

এখনও ২৩০ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো। তাদের হাতে আছে ৭ উইকেট।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার ৫ উইকেটে ২৯৯ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই ষষ্ঠ উইকেট হারায় খুলনা। দ্রুত আরও দুটি উইকেট হারায় তারা। তবে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জিয়াউর রহমানের দৃঢ়তায় শেষ পর্যন্ত চারশর উপরে রান তোলে দলটি।

৭৯ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রান করেন জিয়াউর।

১১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সফলতম বোলার শরীফ উল্লাহ।

বড় ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ৩৩ রানে প্রথম উইকেট হারালেও সৈকত আলী ও শামসুর রহমানের ৯৮ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটায় ঢাকা মেট্রো। পরে অল্প রানের ব্যবধানে তারা দুজনও ফিরে যান।

সৈকত ৬১ ও শামসুর ৬৪ রান করেন। মার্শাল আয়ুব ২৮ ও মেহরাব হোসেন জুনিয়র ১২ রানে ব্যাট করছেন।

খুলনার আব্দুর রাজ্জাক ৭৯ রানে ২ উইকেট নেন।