কোহলিকে ছাড়িয়ে গেলেন আমলা

ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২০টি শতকে পৌঁছে ভারতের বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 09:39 AM
Updated : 3 March 2015, 12:36 PM

মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১০ রানে জীবন পাওয়া আমলা শেষ পর্যন্ত খেলেন ক্যারিয়ার সেরা ১৫৯ রানের চমৎকার এক ইনিংস।

১০৮তম ইনিংসে ২০তম শতকে পৌঁছান আমলা। সবচেয়ে কম ইনিংসে ২০ শতক করার রেকর্ড গড়ার পথে কোহলি খেলেন ১৩৩টি ইনিংস। 

ম্যাচ শেষে আমলা বলেন, “যে কোনো শতকই একটি শতক। রান পেয়ে আমি খুশি। এর জন্য কত সময় লাগল তা কোনো ব্যাপার নয়।”

৪ উইকেটে ৪১১ রানের বিশাল সংগ্রহ গড়া দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ম্যাচ জেতে ২০১ রানে।

কোহলির রেকর্ড কেড়ে নেয়া নতুন নয় ৩১ বছর বয়সী আমলার জন্য। ক’দিন আগেই ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রানে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডস ও কোহলির রেকর্ড ভাঙেন তিনি।

ওয়ানডেতে দ্রুততম পাঁচ হাজার রান করার পথে দ্রুততম ২ হাজার, ৩ হাজার ও ৪ হাজার রানের রেকর্ডও ভেঙেছিলেন আমলা। এর মধ্যে ৩ ও ৪ হাজার রানের রেকর্ড তিনি কেড়ে নিয়েছিলেন রিচার্ডসের কাছ থেকে।