'পাকিস্তানি খেলোয়াড়রা' আমিরাতের জন্যই খেলবে

সংযুক্ত আরব আমিরাতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলের ৯ জনই পাকিস্তানি। তবে দেশটির অলরাউন্ডার আমজাদ জাভেদ মনে করেন, পাকিস্তানের বিপক্ষে এটা কোনো সমস্যা হয়ে আসবে না। দলের পাকিস্তানি খেলোয়াড়রা আমিরাতের জন্যই খেলবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 09:23 AM
Updated : 3 March 2015, 12:01 PM

বুধবারে নিউ জিল্যান্ডের নেপিয়ারে পাকিস্তানের বিপক্ষে অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে আমিরাত। ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে আমিরাত দলে খেলা পাকিস্তানি খেলোয়াড়দের প্রসঙ্গটি আসে। নিজের আসল দেশের বিপক্ষে খেলতে গিয়ে তাদের মানসিক অবস্থা কি হতে পারে?

মঙ্গলবার আমিরাতের সংবাদ সম্মেলনে আসা জাভেদও একজন পাকিস্তানি। তার কাছে, এই ম্যাচে তারা আমিরাতের খেলোয়াড় এবং প্রতিপক্ষকে হারানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবেন তারা।

"আমি মনে করি, আমরা সংযুক্ত আরব আমিরাতকে উপস্থাপন করছি। তাই আপনি পাকিস্তানি হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলছেন কিনা, সেটা কোনো ব্যাপারই নয়। আমরা আমিরাত হিসেবে খেলব। তাই আমরা তাদের বিপক্ষে শতভাগই দেব।"