বাংলাদেশ ম্যাচে ইংল্যান্ড দলে পরিবর্তনের পরামর্শ আথারটনের

বিশ্বকাপ অভিযানে এখন পর্যন্ত একটি মাত্র জয় পাওয়া ইংল্যান্ডের লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা হুমকির মুখে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক মাইক আথারটন। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে দলের টপ অর্ডারে কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 06:24 PM
Updated : 3 March 2015, 07:23 AM

আথারটনর বলেন, “ইংল্যান্ডের বিশ্বকাপ আশা সুতার ওপর ঝুলে আছে, তাই কোনো কিছু না করাটা কোনো উপায় হতে পারে না।”
 
আগামী সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে খেলবে ইংলিশরা।    
 
প্রথম চার ম্যাচের মাত্র একটিতে জেতা ইংল্যান্ড ২ পয়েন্ট নিয়ে পুল 'এ'-তে ষষ্ঠ স্থানে আছে। এই অবস্থায় কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। 
 
সেই সঙ্গে রান রেট বাড়িয়ে নেয়ার দিকেও খেয়াল রাখতে হবে দলটিকে। কিন্তু ছোট দল স্কটল্যান্ডের বিপক্ষে ১১৯ রানে জেতার সাফল্য ছাড়া এই আসরে ইংলিশদের বাকি সবই বড় হতাশার। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। 
 
নিউ জিল্যান্ড ম্যাচ ছাড়া বাকি তিন ম্যাচে ব্যাটিংয়ের শুরুটা অবশ্য খুব একটা খারাপ হয়নি ইংল্যান্ডের। তবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মইন আলি ও ইয়ান বেলের কেউই ধারাবাহিকভাবে রান পাননি। 
 
স্কটল্যান্ডের বিপক্ষে মইন ১২৮ রান করলেও বাকি তিন ম্যাচে ব্যর্থ ছিলেন তিনি। আর বেল চার ম্যাচে একটি অর্ধশতকসহ ১৪৭ রান করেন।
 
তাই আথারটন বিশ্বকাপে এখন পর্যন্ত না খেলা অ্যালেক্স হেলসকে সুযোগ দেয়ার পরামর্শ দেন।
 
“অ্যালেক্স হেলসকে টপ অর্ডারে মইনের সঙ্গে নামাতে হবে। আর ইয়ান বেল একজন আউট হওয়ার পর নামবে।”