রকিবুলের শতকে ভালো অবস্থানে ঢাকা বিভাগ

ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রথম দিনে ভালো অবস্থানে আছে ঢাকা বিভাগ। রংপুর বিভাগের বিপক্ষে ছয় উইকেট হারিয়ে ২৯৪ রান তুলেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 01:46 PM
Updated : 2 March 2015, 04:52 PM

দলকে শক্ত ভিতে দাঁড় করাতে দারুণ এক শতকের ইনিংস উপহার দিয়ে অপরাজিত আছেন রকিবুল হোসেন। ১২টি চার ও এক ছক্কায় ১১৫ রান তুলেছেন তিনি। ঢাকার অপরাজিত আরেক ব্যাটসম্যান মোশাররফ হোসেন (০)।
 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। আগে ব্যাটিংয়ের সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে ঢাকা।
 
শুরুতে রনি তালুকদারের বিদায়ে ধাক্কা খায় ঢাকা। শুভাশীষ রায় আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মাজিদকে ফেরালে ২৬/২ স্কোর হয়ে যায় দলটির।
 
তৃতীয় উইকেট জুটিতে রকিবুল ও জনি তালুকদার শুরুর ধাক্কা সামলে দেন। জনি ১৩ রানে ৯০ রান তুলে আউট হলেও দলকে টেনে নিয়ে যেতে থাকেন রকিবুল।
 
প্রথম দিনে রংপুরের শুভাশীষ রায় ও সেহরাওয়ার্দী শুভ ২টি করে উইকেট নেন।