সিলেটের ধীরগতির ব্যাটিং

ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রথম ইনিংসে বড় স্কোরের দিকে যাচ্ছে সিলেট বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে তিন উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 01:13 PM
Updated : 3 March 2015, 03:58 AM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেটকে বড় রানের পথে টানছেন রাজিন সালেহ ও অলক কাপালি। সোমবার প্রথম দিনের খেলা শেষে রাজিন ৭২ ও কাপালি ৪৩ রানে অপরাজিত রয়েছেন।

টস জিতে ব্যাটিংয়ে নামা সিলেটের উদ্বোধনী জুটি ভাঙে স্কোরবোর্ডে ২৭ রান ওঠার পর। মনিরুজ্জামানের বলে তাসামুল হককে ক্যাচ দেন রোমান আহমেদ (৮)।

এরপর ইমতিয়াজ হোসেন (৪৩) ও রাহাতুল ফেরদৌস (৩৪) আউট হলে চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন রাজিন ও কাপালি। দুজনে অবিচ্ছন্ন জুটিতে ১০৭ রান যোগ করেন।

প্রথম দিনে চট্টগ্রামের সফল বোলার মনিরুজ্জামান; ১৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।