কামিন্সকে নিয়ে অনিশ্চয়তা

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে প্যাট কামিন্সের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানিয়েছে, ডানহাতি এই পেসারের চোট মারাত্মক নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 11:51 AM
Updated : 2 March 2015, 04:53 PM

গত শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বোলিং করতে গিয়ে ডান পায়ের গোড়ালির গাটে চোট পান কামিন্স। নিজের প্রথম ওভারে চতুর্থ বলে চোট পাওয়ার পরও বোলিং চালিয়ে যান তিনি। অকল্যান্ডের ওই ম্যাচে ৬.১ ওভার বোলিং করে ২ উইকেট পান কামিন্স।

অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র কামিন্সের চোট মারাত্মক নয় বললেও ডানহাতি এই পেসারের আফগানিস্তানের বিপক্ষে বুধবার খেলা হবে কিনা, তা নিশ্চিত করে জানতে পারেননি।

এ মুহূর্তে দলের ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন কামিন্স। ডাক্তাররা দেখার পরই জানাবেন আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে এবং এরপর রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বছর বয়সী এই পেসার খেলতে পারবেন কি-না।

নিউ জিল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার এক উইকেটে হেরে যাওয়া ম্যাচে ব্যাট হাতে দুই রান করেন কামিন্স। তাকে পরের দুই ম্যাচে পাওয়া না গেল অলরাউন্ডার জেমস ফকনার সেরা একাদশে জায়গা পেতে পারেন।