আইরিশদের নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা 

ইতিহাস-ঐতিহ্য আর শক্তিমত্তায় দুই দলের পার্থক্য বিস্তর। তবে আইসিসির সহযোগী সদস্য আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মোটেই হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। পঁচা শামুকে যেন পা না কাটে, সতীর্থদের এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন দলটির অলরাউন্ডার ফারহান বেহারদিন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 11:42 AM
Updated : 2 March 2015, 11:42 AM

অস্ট্রেলিয়ার ক্যানবেরার ম্যানুকা ওভালে মঙ্গলবারের ম্যাচের আগে তাই বেশ সতর্ক ফেভারিট দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়ে সোমবার হওয়া সংবাদ সম্মেলনে বেহারদিন বলেন, “আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তারা। এই টুর্নামেন্টে কাউকেই আমাদের হালকাভাবে নেওয়া উচিৎ বলে মনে করি না আমি।”
 
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করা দক্ষিণ আফ্রিকা প্রত্যেকটি ম্যাচকেই আসলে গুরুত্ব দিচ্ছে। বেহারদিন তাই বললেন, “প্রত্যেকটি ম্যাচই বড় ম্যাচ।”
 
বেহারদিন সংবাদ সম্মেলনে জানালেন, আয়ারল্যান্ডকে নিয়ে এরই মধ্যে কিছু বিশ্লেষণও করেছেন তারা।