লাকমালের জরিমানা

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুটি বিমার দিয়ে জরিমানা গুনতে হলো সুরঙ্গা লাকমালকে। শ্রীলঙ্কার এই পেসারের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়ার কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 10:59 AM
Updated : 2 March 2015, 10:59 AM

জরিমানার প্রসঙ্গে ম্যাচ রেফারি রেফারি ডেভিড বুন রোববার জানান, সিদ্ধান্ত নেয়ার সময় তাদের মনে হয়েছে লাকমালের ওই দুটি ডেলিভারি ছিল ভয়ঙ্কর এবং অনৈতিক। এমনকি দুটি বিমার দেওয়ার পর শ্রীলঙ্কার এই বোলারের মধ্যে কোনো অনুশোচনা দেখেননি তারা।

ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে জস বাটলারকে পর পর দুটো বিমার দেন লাকমাল। এর পরই ম্যাচের আম্পায়ার রড টাকার শ্রীলঙ্কার পেসারকে বোলিং থেকে সরিয়ে দেন।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৭.৪ ওভার বোলিং করে ৭১ রানে এক উইকেট নেন লাকমাল। দিন শেষে তার দল শ্রীলঙ্কা অবশ্য নয় উইকেটের বড় জয় পায়।