তীরে এসে তরী ডোবায় হতাশ চিগুম্বুরা

জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে। তীরে এসে এভাবে তরী ডোবায় হতাশ জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় এর জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 06:12 PM
Updated : 1 March 2015, 06:12 PM

রোববার অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গ্যাবায় পাকিস্তানের কাছে ২০ রানে হেরে যায় জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৫ রান করে পাকিস্তান। জবাবে ২ বল বাকি থাকতে ২১৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

ম্যাচ শেষে চিগুম্বুরা বলেন, “জয়ের ভালো সুযোগ আছে টের পাওয়ার পর এরকম একটি ম্যাচ হেরে যাওয়া খুব হতাশাজনক।”

আগের ম্যাচগুলোর চেয়ে পাকিস্তানের বিপক্ষে বোলিংটা ভালো করে জিম্বাবুয়ে। মিসবাহ-উল হক, শহিদ আফ্রিদি, উমর আকমল, আহমেদ শেহজাদের সমন্বয়ে গড়া ব্যাটিং লাইনআপকে মাত্র ২৩৫ রানে আটকে রাখতে পেরেছে তারা।

চিগুম্বুরা তার বোলারদের পাওনা প্রশংসা মিটিয়ে দেন।

“আজ (রোববার) আমাদের বোলিং আগের চেয়ে ভালো ছিল। আমরা (পরিকল্পনা) ভালোভাবে কাজে লাগাতে পেরেছি বলে মনে হয়।”

এরপর কোথায় উন্নতি করতে বলতে গিয়েই চিগুম্বুরা বুঝিয়ে দেন, ব্যাটিং নিয়ে তিনি সন্তুষ্ট নন।

“আমাদের কেউ একজন শতক পায়নি এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে পারেনি। এখানেই আমাদের উন্নতি করতে হবে।”