নেলসনে গতি ঝড় তুলতে চায় বাংলাদেশ পেসাররা

স্কটল্যান্ডের বিপক্ষে গতির ঝড় তোলার সুযোগের অপেক্ষায় আছেন শফিউল ইসলাম। বাংলাদেশের এই পেসারের বিশ্বাস নেলসনের উইকেটে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানোর মতো তারকার অভাব নেই তাদের বোলিং লাইনআপে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 03:13 PM
Updated : 3 March 2015, 07:23 AM

নেলসেনের স্যাক্সটন ওভালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সামনে রেখে রোববার দলের পেস বোলিং লাইনআপের ওপর আস্থা রাখার কথা জানান শফিউল।

“আমার মনে হয়, আমাদের বোলিং লাইনআপ যথেষ্ট ভালো। কেননা, রুবেল, মাশরাফি ভাই, তাসকিনের মতো পেসার আছে আমাদের।”

স্যাক্সটনের উইকেটে গতিঝড় তুলতে কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর পরামর্শও সতীর্থদের দেন তিনি।

“এখানকার কন্ডিশনে আমাদের জন্য ভালো সাহায্য আছে। তো আমরা যদি ভালো জায়গায় ভালো লাইন লেন্থে বল করতে পারি, তাহলে সাফল্য পাওয়া সম্ভব।”

রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদ থাকায় পেস বোলিং লাইনআপে শফিউলের জায়গা পাওয়া কঠিন হবে। তবে সুযোগ পেলে তার সদ্ব্যবহার করতে উন্মুখ হয়ে আছেন গত বিশ্বকাপে ৬ উইকেট নেয়া এই ডানহাতি পেসার।

“এ রকম কন্ডিশনে যদি সুযোগ পাই, তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। গতবার (গত বিশ্বকাপে) যেমন করেছিলাম, ‍ওরকম কিছু করার জন্য চেষ্টা করব।”

পেসারদের নিয়ে বেশি আশাবাদী হলেও বোলিং লাইন আপে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের উপস্থিতি দলের কাজে আসতে পারে বলে মনে করেন শফিউল।

“স্পিন বিভাগে সাকিব ভাই, রিয়াদ ভাই আছে। সবাই ভালো করছে। (শ্রীলঙ্কার বিপক্ষে) তো একটা দিন হয়ত খারাপ গেছে, এটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে ভালো হবে।”

স্কটল্যান্ডকে টানা চতুর্থ হারের স্বাদ দিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এ আসরের কোয়ার্টার-ফাইনালের পথে আরেক ধাপ ওগুতে চায় বাংলাদেশ। তবে স্কটিশদের সমীহও করছেন তিনি।

“ওদেরকে অবশ্যই সহজভাবে দেখার সুযোগ নেই। আমাদের সেরা খেলা খেলতে হবে। আমরা যদি ভালো এবং আমাদের মান অনুযায়ী খেলতে পারি, তাহলে যে কোনো দলের বিপক্ষে জেতা সম্ভব।”

“আমরা যদি ভালো খেলতে পারি, ভালো করতে পারি, তাহলে অবশ্যই দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব”, যোগ করেন তিনি।