স্পিনে স্কটল্যান্ডের ‘দুর্বলতা’ কাজে লাগাতে চান সাব্বির

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে টানা তিন ম্যাচ হারা স্কটল্যান্ডকে আরেকটি হারের স্বাদ দিতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্য পূরণে স্পিনে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দুর্বলতা কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান বাংলাদেশ দলের ব্যাটসম্যান সাব্বির রহমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 02:36 PM
Updated : 3 March 2015, 07:23 AM

নেলসনের স্যাক্সটন ওভালে বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এ ম্যাচে স্কটিশদের টানা চতুর্থ হারের স্বাদ দিতে বাংলাদেশ প্রস্তুত বলে রোববার জানান দলের ডানহাতি ব্যাটসম্যান সাব্বির।

“আমাদের প্রস্তুতি সবসময়ই ভালো ছিল। আরো ভালো থাকবে। স্কটল্যান্ড ম্যাচটি আমাদের জন্য বড় ম্যাচ। আশা করি, এটা জিতব আমরা। আমাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলি, সবাই যদি ভালো খেলতে পারে, তাহলে ইনশাল্লাহ অন্যদের হারানো আমাদের জন্য কোনো ব্যাপার না।”

নেলসনে স্কটল্যান্ডকে ঘায়েল করার একটা পথও সতীর্থ বোলারদের দেখিয়ে দিয়েছেন সাব্বির। শ্রীলঙ্কার বিপক্ষে অর্শশতকের ইনিংস খেলা এই ব্যাটসম্যান মনে করেন, প্রতিপক্ষের স্পিন দুর্বলতা কাজে লাগাতে হবে।

“ওদের সঙ্গে আমাদের পার্থক্য হতে পারে, ওরা হয়ত স্পিনে দুর্বল। আমাদের ভালো ও অভিজ্ঞ ব্যাটসম্যান আছে; ভালো স্পিনার আছে এবং স্পিনে ওদের দুর্বলতা আমাদের কাজে লাগাতে হবে।”

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ৯২ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। মেলবোর্নের ওই ম্যাচে বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই ভালো করতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। লঙ্কানদের কাছে হারের ‘চাপ’ থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে সাফল্যের ব্যাপারে আশাবাদী সাব্বির।

“একটা ম্যাচ হারার পর অন্য ম্যাচে আমাদের জন্য অনেক চাপ থাকে। তবে আমরা ভালো ক্রিকেট খেলছি এবং এটা সবচেয়ে বড় বিষয়। পরের ম্যাচেও আমরা ভালো করেই খেলব।”

বিশ্বকাপের একাদশ আসরে আয়ারল্যান্ডের মতো ছোট দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। বিশ্বকাপে ছোটদের দৈত্যবধের ইতিহাস মাথায় থাকার কথাও জানান সাত ওয়ানডে খেলা সাব্বির।

“হ্যাঁ, প্রতিবারই ওয়ার্ল্ড কাপে একটা ছোট দল বড় দলকে হারায়। ক্রিকেটে সব কিছুই সম্ভব। তো আমরা চেষ্টা করব, যেটা আমাদের ক্রিকেট, সেটা খেলার।”

স্কটল্যান্ড ম্যাচ পেরিয়ে বাংলাদেশের দৃষ্টি ইংল্যান্ডের বিপক্ষের পরের ম্যাচেও আছে বলে জানান সাব্বির, “আমরা যদি শতভাগ দেই, তাহলে কোনো না কোনো বড় দলকে ধরে ফেলতে পারব।”

পুল ‘এ’তে একটি জয় ও পরিত্যক্ত একটি ম্যাচ থেকে মোট তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।