বাবা-মাকে ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ ওয়াহাবের

অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানকে জেতানোর পর ম্যাচ সেরার পুরস্কার ওয়াহাব রিয়াজ উৎসর্গ করেছেন তার বাবা-মাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 02:01 PM
Updated : 1 March 2015, 03:08 PM

টুর্নামেন্টে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টি খুব দরকার ছিল পাকিস্তানের। অথচ রোববার ব্রিসবেনের গ্যাবায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি তারা। আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৫৪ রান করা ওয়াহাবের কল্যাণে ৭ উইকেটে ২৩৫ রান করতে পারে পাকিস্তান।

ব্যাটের পর বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দেন ওয়াহাব। ৯.৪ ওভার বল করে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ওয়াহাবের তোপে ৪৯.২ ওভারে ২১৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে ওয়াহাব বলেন, “আমি এই ট্রফিটি আমার বাবা আর মাকে উৎসর্গ করতে চাই। তারা খুব খুশি হবেন।”

জিম্বাবুয়ের বিপক্ষে তার এমন ভালো ব্যাটিংয়ের পেছনে টিম ম্যানেজমেন্টের অবদান অনেক বেশি বলে জানান ওয়াহাব।

“টিম ম্যানেজমেন্ট আমাকে নিয়ে কঠোর পরিশ্রম করেছে। তারা বিশ্বাস করেন, আমি ব্যাটিংয়েও কিছু করতে পারি। তাদের ধন্যবাদ।”

১৫৫ রানে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস যখন বিপর্যস্ত, ঠিক তখনই জুটি বাধেন মিসবাহ-উল হক ও ওয়াহাব। সপ্তম উইকেট জুটিতে ৪৭ বলে ৪৭ রান তোলেন তারা।

অধিনায়ক মিসবাহ আউট হয়ে গেলেও উইকেট থেকে যান ওয়াহাব। দলকে বাঁচাতে করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে অর্ধশতক। ভালো একটি ইনিংস খেলতে মাঠে মিসবাহর প্রেরণা বেশ কাজে লেগেছে বলে জানান তিনি।

“(মিসবাহর সঙ্গে) আলোচনা হয়, ৫০ ওভার খেলতে হবে এবং সুযোগ নিলে তা আমরা শেষ তিন অথবা চার ওভারে নেব। এর আগে পর্যন্ত স্ট্রাইক পরিবর্তন করে খেলব।”