আয়েশি জয়ে অন্য প্রাপ্তি খুঁজছেন ধোনি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আয়েশি জয় পেয়েছে ভারত। দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য ৯ উইকেটের জয়ের মধ্যে অন্য প্রাপ্তিও খুঁজে পাচ্ছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 03:16 PM
Updated : 28 Feb 2015, 03:16 PM

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দলের অধিনায়কের মনে হচ্ছে, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও অনেক উন্নতি করেছে তার দল।
 
পার্থে শনিবার আরব আমিরাতকে ১৮৭ বল হাতে রেখে হারায় বিশ্বকাপের ভারত। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের ফিল্ডিংয়ের আলাদাভাবে প্রশংসা করেন ধোনি।
 
“বোলাররা আসলেই এগিয়ে এসেছে…আমরা আজ মাত্র একটি ক্যাচ ফেলেছি কিন্তু ফিল্ডিং ছিল অসাধারণ।”
 
আগে ব্যাটিংয়ে নামা আরব আমিরাতকে ১০২ রানে আটকে রাখে ভারত। ভারতের পক্ষে ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ সেরার পুরস্কার জেতা এই সতীর্থ স্পিনারকে প্রশংসা করতে ভোলেননি ধোনি।
 
“আমি মনে করি অ্যাশ (অশ্বিন) আসলেই ভালো বোলিং করেছে। আপনাকে সঠিক লেন্থ ও পথটা খুঁজে পেতে হবে এবং আমার মনে হচ্ছিল, অ্যাশ সত্যিই সেটা ভালো করেছে।”
 
চোটের কারণে এ ম্যাচ থেকে ছিটকে পড়া মোহাম্মদ সামির জায়গায় সুযোগ পান ভুবনেশ্বর কুমার। প্রতিপক্ষের উদ্বোধনী ব্যাটসম্যান আমজাদ আলিকে ফিরিয়ে শুরুতেই দলকে ব্রেক থ্রু এনে দেন তিনি। অকল্যান্ডের উইকেটে এই পেসারের পারফরম্যান্সেও খুশি হওয়ার কথা জানান ধোনি।
 
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে এ নিয়ে টানা তৃতীয় জয় পেল ভারত। আগের দুই ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ধোনির দল। 
 
তিন জয়ে পাওয়া ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের একাদশ আসরের কোয়ার্টার-ফাইনালে খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে ভারত। অন্য দিকে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে আরব আমিরাত।