মাশরাফির সঙ্গে বাজে আচরণে ‘দুঃখ প্রকাশ’

মেলবোর্নে শুক্রবার মাশরাফি বিন মুর্তজার সঙ্গে প্রবাসী এক বাংলাদেশির বাজে আচরণের জন্য দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বেশ কয়েকজন বাংলাদেশি।

ফজলুল বারী, সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 02:43 PM
Updated : 28 Feb 2015, 06:50 PM

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং- কোনো বিভাগেই সেদিন আশানুরূপ খেলতে পারেননি মাশরাফিরা। বিষয়টি সমর্থকদের কেউ কেউ মেনে নিতে পারেননি। 

মেলবোর্নের শহরতলীর হান্টিংডেল মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে বিষয়টি নিয়ে মাশরাফিকে এক প্রবাসী কটাক্ষ করেন। মাশরাফির প্রতি এই আচরণ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মেনে নিতে পারেননি। এই কারণেই শনিবার এক বিবৃতি দিয়ে ক্ষমা চান তারা। 

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে, আসলে ঘটনাটি সেরকম ছিল না বলেও বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে সাংবাদিকদের উদ্দেশে বলা হয়, এমন অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর খবর যেন তারা প্রকাশ না করেন। 

বিবৃতিতে আরোও বলা হয়, যিনি মাশরাফির সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন, তিনি নিজেও তার অসাবধানী এই আচরণে লজ্জিত।

“আসুন, আমরা এই ঘটনার নিভু নিভু আগুনে জল ঢালি। দয়া করে কেউ এই আগুনে পেট্রোল ঢালবেন না। আনন্দ ও বেদনায় আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। কারণ, ক্রিকেট ছাড়া তো আমাদের ঐক্যের জায়গা তেমন কিছু নেই।”