বলা সহজ, বললেন মিসবাহ

জিম্বাবুয়ে ম্যাচের আগে পাকিস্তানের সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসে ভারতের কাছে হারের প্রসঙ্গ। সাংবাদিকদের আতশিকাচের নীচে এসেছে ভারতের বিপক্ষে পাকিস্তানের ইনিংসের প্রথম দিকে একটু বেশি ডট বল যাওয়াটা। প্রসঙ্গটিতে একটু বিরক্তিই প্রকাশ করেন অধিনায়ক মিসবাহ-উল হক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 10:20 AM
Updated : 28 Feb 2015, 01:35 PM

ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে শনিবারের সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, পরিস্থিতি অনুযায়ী খেলতে গিয়েই এমনটা হয়েছে।  

"এটা বলা খুব সহজ, অনেক ডট বল গেছে। কিন্তু কখনো কখনো এমনটা হয়।"

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আর ভারতের বিপক্ষে প্রথম ২০ ওভারে ৭৭টি ডট বল দেয় পাকিস্তানের ব্যাটসম্যানরা।

এমনটা কেন হলো? এই প্রশ্নের উত্তরে মিসবাহ জানান, ভারতের বোলাররা ওই ম্যাচে ভালো বল করেছে।  

"যখন দলগুলো ভালো বোলিং করে, স্ট্রাইক বদলানো তখন কঠিন হয়ে যায়। আমরা এটা নিয়ে কাজ করার চেষ্টা করছি।"

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭৬ রানে হারে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩০০ রান তোলে ভারত। জবাবে ৪৭ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় মিসবাহর দল।

এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানে হারে পাকিস্তান।