‘ভয়ঙ্কর’ ব্যাটিংকে দুষলেন ক্লার্ক

নিউ জিল্যান্ডের কাছে শ্বাসরুদ্ধকর হারের পর দলের ব্যাটসম্যানদের দুষলেন মাইকেল ক্লার্ক। বোল্ট-সাউদিদের বোলিং তোপের সামনে সতীর্থদের ব্যাটিংকে এক কথায় ‘ভয়ঙ্কর’ বললেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 09:36 AM
Updated : 28 Feb 2015, 12:40 PM

অকল্যান্ডের ইডেন পার্কে শনিবার নিউ জিল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার এক উইকেটে হেরে যাওয়া ম্যাচে কোনো অজি ব্যাটসম্যানই অর্ধশতকের ইনিংস খেলতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় তাই ১৫১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সতীর্থদের এমন মলিন ব্যাটিং সম্পর্কে ক্লার্ক বলেন, “যদি ভদ্রভাবে বলতে হয়, তাহলে বলব, আমাদের ব্যাটিং ছিল ভয়ঙ্কর।”

স্বাগতিক বোলারদের তোপের মুখে অস্ট্রেলিয়ার ব্র্যাড হ্যাডিন সর্বোচ্চ ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওয়ার্নারের (৩৪) ব্যাট থেকে। প্রতিপক্ষ বোলারদের প্রশংসা করতে গিয়েও সতীর্থ ব্যাটসম্যানদের এক হাত নেন ক্লার্ক।

“যেভাবে তারা বোলিং করেছে এবং নিজেদের দক্ষতা বাস্তবায়ন করেছে, তাতে কৃতিত্ব নিউ জিল্যান্ডের। ব্যাট হাতে আমরা নিজেদের ডুবিয়েছি।”

জয়ের জন্য ১৫২ রানের লক্ষে নামা নিউ জিল্যান্ডও ব্যাটিংয়ে ভালো করেনি। ‘ছোট’ এ লক্ষ্য পূরণ করতে গিয়ে নয় উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন ব্রেন্ডন ম্যাককলাম (৫০ রান)। অস্ট্রেলিয়া অধিনায়ক তাই বললেন, “আমি মনে করি, দুটি দলই বলবে, আমরা যেভাবে পছন্দ করি, সেভাবে ব্যাটিং করিনি।”

২৩তম ওভারে পর পর দুই বলে অ্যাডাম মিল্ন ও টিম সাউদিকে বিদায় করে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন স্ট্যার্ক। ২৮ রানে ছয় উইকেট পাওয়া এই পেসার অধিনায়কের প্রশংসা পেয়েছেন, “স্ট্যার্ক একজন প্রতিভাবান খেলোয়াড়।”

স্ট্যার্কের পরের ওভারের প্রথম বলে প্যাট কামিন্সকে ছক্কা মেরে ক্লার্কদের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়া অধিনায়কের তাই তীরে এসে তরি ডুবে যাওয়ার হতাশাও আছে, “দারুণ বিনোদন হয়েছে এবং ম্যাচের ফলটা অন্যদিকে গেলে আমরা খুশি হতাম।”