ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান

প্রথম দুটি ম্যাচে হারার পর বিশ্বকাপে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে মরিয়া এখন পাকিস্তান দল। অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়েকে হারিয়ে দলকে উজ্জীবিত দেখতে চান অধিনায়ক মিসবাহ-উল হক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2015, 06:02 AM
Updated : 28 Feb 2015, 10:28 AM

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করা পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। রোববার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তৃতীয় হার বিশ্বকাপ থেকেই ছিটকে দিতে পারে পাকিস্তানকে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেন মিসবাহ।

"আমি বলতে চাই, এই মুহূর্তে আমাদের পারফরম্যান্সে মনোযোগ দিতে হবে। পরের ম্যাচটি জিততে হবে আমাদের, বিশেষ করে প্রথম দুটি ম্যাচে যা হয়েছে এরপর সত্যিই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"

ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে জিম্বাবুয়েকে পাওয়াটা পাকিস্তানের জন্য বড় এক সুবিধা বলেই মনে করেন অনেকে। শক্তির বিচার করতে গেলে আফ্রিকার দেশটির চেয়ে পাকিস্তান ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তথা সব দিক থেকেই এগিয়ে।

মিসবাহ অবশ্য এভাবে তুলনায় যেতে চান না। তার কাছে নিজের দলের পারফরম্যান্সটাই আসল। সতীর্থদের তাই নিজেদের সেরাটা দেওয়ার আহবান জানান তিনি।

"আমি মনে করি, সবারই ভালো করতে হবে এবং এই ম্যাচটি জিততে চেষ্টা করতে হবে। এরপর দেখা যাবে কি হয়।"

একমাত্র জয়ই এখন পাকিস্তানকে উজ্জ্বীবিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বলেও উল্লেখ করেন মিসবাহ।