পরিসংখ্যান: ইডেন পার্ক দুই দলেরই ভরসা

দুই আয়োজক অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের লড়াইয়ে দুই দলেরই ভরসার নাম ইডেন পার্ক। নিজেদের আঙিনায় নিজেদের সমর্থকদের সামনে ম্যাচ বলে বেশ আত্মবিশ্বাসী নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে এই মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 03:07 PM
Updated : 27 Feb 2015, 03:07 PM

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। পুল 'এ'-এর ম্যাচটির আগে দেখে নেয়া যাক দল দুটির কিছু পরিসংখ্যান:

* ইডেন পার্কে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ১৬টি ম্যাচের ১১টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে সবশেষ ৫টি ম্যাচের চারটিতে জয় পেয়েছে মাইকেল ক্লার্কের দল।

*অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছাতে আর ৪৭ রান প্রয়োজন ব্রেন্ডন ম্যাককালামের। এটি করতে পারলে এই মাইলফলক পৌঁছানো নিউ জিল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হবেন তিনি।

* এই দুই দলের মধ্যে লড়াইয়ে ৫০ উইকেট পাওয়া চতুর্থ বোলার হতে আর মাত্র দুটি উইকেট প্রয়োজন নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরির।

* এবারের বিশ্বকাপে ড্যানিয়েল ভেটোরির করা ১৫২টি বলে মাত্র দুটি বাউন্ডারি হয়। ৯০টি ডট বল করেছেন তিনি।

* টিম সাউদি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শেন ওয়াটসনকে ৭৫টি বল করেন। ৭৫ রান দিলেও তার উইকেট কখনো পানি সাউদি।

* ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে ৫৯ রান প্রয়োজন নিউ জিল্যান্ডের রস টেইলরের।

* গত ১২ মাসে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক মাত্র দুটি ওয়ানডে খেলেন।

মুখোমুখি:

 

নিউ জিল্যান্ড

অস্ট্রেলিয়া

ম্যাচ

১২৫

১২৫

জয়

৩৪

৮৫

পরাজয়

৮৫

৩৪

টাই

পরিত্যক্ত

জয় %

২৮.৬

৭১.৪

বিশ্বকাপে মুখোমুখি:

 

নিউ জিল্যান্ড

অস্ট্রেলিয়া

ম্যাচ

জয়

পরাজয়

টাই

পরিত্যক্ত

জয় %

৭৫.০

২৫.০