স্লেজিংয়ের সীমা মানবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচের আগে স্লেজিং বিষয়টিও বেশ আলোচনায় আছে। সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা ওঠায় অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, তার দলের খেলোয়াড়রা স্লেজিংয়ের সীমা জানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 12:47 PM
Updated : 27 Feb 2015, 12:49 PM

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কের ম্যাচটির আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের স্লেজিং করা নিয়ে প্রশ্ন উঠলে ক্লার্ক দাবি করেন, এটা খেলারই অংশ।

"হায় ঈশ্বর, আবার স্লেজিং নিয়ে কথা! আমি এ নিয়ে কথা বলে ক্লান্ত হয়ে গেছি। আমার খেলা এটা কখনোই প্রভাবিত করে না।"

একেক খেলোয়াড় একেক রকম উল্লেখ করে ক্লার্ক জানান, তিনি নিজে স্লেজিংয়ে খেলা প্রভাবিত হয় বলে বিশ্বাসও করেন না।

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচটি জেতার পর থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিয়ে কথা বলা শুরু করে নিউ জিল্যান্ড। দলটির অন্যতম সেরা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন বলেছিলেন, স্লেজিংকে অস্ট্রেলিয়া তাদের ম্যাচ পরিকল্পনার অংশ হিসেবেই নেবে।

ক্লার্কের কথাতেও স্পষ্ট হয়েছে, অস্ট্রেলিয়া স্লেজিং করবে। তবে সেই স্লেজিংটা রয়ে-সয়ে হবে বলেও উল্লেখ করেন তিনি।

"আমি বলি, একটা সীমা আছে, যেটা আপনি অতিক্রম করতে পারেন না। …সবাই জানে সীমা কোথায় এবং সেটা ছাড়িয়ে যাওয়া যাবে না।"