বিশ্বকাপ শেষ ব্রাভোর

বিশ্বকাপের মাঝ পথে এসে বড় এক ধাক্কাই খেল ওয়েস্ট ইন্ডিজ। বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন দলটির নির্ভরযোগ্য ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 12:26 PM
Updated : 27 Feb 2015, 12:30 PM

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চের ম্যাচে হার না মানা ৪৯ রানের ইনিংস খেলার পথে দ্রুত এক রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ব্রাভো। ক্রিকইনফো জানায়, ওই চোটের কারণে বিশ্বকাপের একাদশ আসর শেষ হয়ে গেল ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ব্রাভো। তবে ক্যারিবিয় টিম ম্যানেজমেন্টের আশা ছিল, আগামী শুক্রবার ভারতের বিপক্ষের ম্যাচের আগে সেরে উঠবেন ত্রিনিদাদের এই ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজ দলের এক সূত্র বৃহস্পতিবার জানিয়েছিল, ব্রাভো দৌড়াতে পারছেন না এবং সহসা তার সেরে ওঠার সম্ভাবনা নেই।

ব্রাভোর জায়গা পূরণে কাকে নেওয়া হবে তা শিগগিরই জানাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।