বিশ্বকাপে লজ্জার রেকর্ডে বারমুডার সঙ্গী উইন্ডিজ

এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব সহ্য করার পর ইমরান তাহিরের ঘূর্ণিবলের সামনে আর দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে বিশ্বকাপের রানের দিক থেকে সবচেয়ে বড় হারের রেকর্ডে বারমুডার পাশে নাম লিখিয়েছে জ্যাসন হোল্ডারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 11:06 AM
Updated : 27 Feb 2015, 11:06 AM

শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে ২৫৭ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০০৭ বিশ্বকাপে ভারতের কাছে একই রানে হেরেছিল বারমুডা।

পোর্ট অব স্পেনে বারমুডার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছিলে ভারত। জবাবে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় বারমুডার ইনিংস।

অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এরপর ৪৫ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ধস নামান ইমরান তাহির। ওয়ানডেতে রানের দিক থেকে সর্বোচ্চ ব্যবধানে হার এড়াতে পারলেও ১৫১ রানে অলআউট হয়ে  বিশ্বকাপের রেকর্ডটিতে বারমুডার সঙ্গী হতেই হয় হোল্ডারের দলের।